শামীম আহম্মেদ
মহাপরিচালক
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর
প্রতিরক্ষা মন্ত্রনালয়
ঢাকা সেনানিবাস,ঢাকা।
মাহমুদুল হাসান স্যাপার প্রাইমারী স্কুলে একটি ওয়েবসাইট খোলা হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি ব্যক্তিগতভাবে জেনেছি এ স্কুলটি অত্র এলাকার একটি সুনিয়ন্ত্রিত বিদ্যাপিঠ। নিয়ম-শৃঙ্খলায়সহ আদর্শ বিদ্যালয়ের সমস্ত বৈশিষ্ট্যই বিদ্যমান এ স্কুলে। এ স্কুলে রয়েছে একঝাঁক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী; যাঁদের আন্তরিকতায় দিনদিন স্কুলটি উন্নতি করেই চলেছে। একবিংশ শতাব্দীর তথ্য ও উপাত্তের এই যুগে প্রযুক্তির ছোঁয়া মানব জীবনের সকল বিভাগকে উন্নত ও সহজ করে তুলছে। ঠিক তখনই মাহমুদুল হাসান স্যাপার প্রাইমারী স্কুলের উন্নয়নে আরও একধাপ এগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে স্কুলের নামে ওয়েবসাইট খোলার উদ্যোগ নেয়ায় আমি আনন্দিত এবং গর্বিত । স্কুলটির এ উত্তরোত্তর উন্নতিতে আমি এ প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মহোদয়সহ ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয়ের সম্পৃক্ততা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ওয়েবসাইটি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার অনন্য উদাহরণ হিসেবে ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি । এমন উন্নত ও সুচিন্তিত উদ্যোগে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।