কর্নেল মো. সোহেল আহমেদ, পিএসসি
পিএসসি
সভাপতি, স্কুল পরিচালনা পর্ষদ
মাহমুদুল হাসান স্যাপার প্রাইমারী স্কুল
কাদিরাবাদ সেনানিবাস
মাহমুদুল হাসান স্যাপার প্রাইমারী স্কুল এ অঞ্চলের অন্যতম একটি সুপ্রতিষ্ঠিত স্কুল। সামরিক নিয়ম-শৃঙ্খলাসহ আদর্শ বিদ্যালয়ের সমস্ত বৈশিষ্ট্য এ স্কুলে বিদ্যমান রয়েছে । একঝাঁক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত এই স্কুলটি সময়ের পরিক্রমায় উত্তরোত্তর উন্নতি সাধন করেছে। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এই স্কুলের ওয়েবসাইট প্রনয়ন একটি সময়োপযোগী উদ্যোগ। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি এ উদ্যোগে প্রধান পৃষ্ঠপোষক মহোদয়ের সম্পৃক্ততা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওয়েবসাইটটিতে স্কুলের সকল তথ্য উপাত্ত সন্নিবেশসহ প্রতিষ্ঠানের আধুনিকায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি । এমন সময়োপযোগী উদ্যোগে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।